নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যেও উৎসব-২০২৫ উপলক্ষ্যে নীলফামারীতে সেপাক -টাকরো প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহঃস্পতিবার (১৬ জানুয়ারী) নীলফামারী বড় মাঠের মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের সাধারন সম্পাদক মো. ফারুক ঢালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম।
প্রতিযোগিতায় জেলার প্রত্যেকটি উপজেলা থেকে একটি করে নারী ও পুরুষ দল অংশগ্রহণ করে। এর আগে খেলোয়াড়দের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন শাহ্, ছাত্র প্রতিনিধি সাইয়েদুজ্জামান বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
#