আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বর্তমানে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে গ্রেফতার আতঙ্কে গাঢাকা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানরা। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রমে বিঘ্নিত ঘটায় ইউনিয়ন বাসির সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গোলনা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান এর দায়িত্বভারগ্রহণ করেন ইউপি সদস্য ওবায়দুল ইসলাম।
এ উপলক্ষে গত ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদে
প্যানেল চেয়ারম্যানকে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নটির ১২ জন সদস্য উপস্থিত থাকার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য তহিদুল ইসলাম ও লেবু হোসেন সহ ৩ জনের উপস্থিতি পাওয়া যায়।
প্যানেল চেয়ারম্যান বরণ উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গুলজার রহমান, ইউপি সদস্য তহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সমাজসেবক ছানারুজ্জামান, হিসাব সহকারী বিরেশ দেবনাথ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা তানজিদ সুমন ও মাহমুদুল হাসান লিমন প্রমুখ। প্যানেল চেয়ারম্যান বরণ অনুষ্ঠানে
ইউপি সদস্য তহিদুল ইসলাম বলেন, আজ এ অনুষ্ঠানে পরিষদের সকল সদস্যদের উপস্থিত থাকার কথা। কিন্তু তারা কেনো যে আসলেন না। তাদের মধ্যে হয়তো কোনো সদস্যা থাকতে পারে, সেটা আমার জানা নেই। পরে নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।