প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৪:০৯ পি.এম
জলঢাকায় বিএনপি’র নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিছিল ও সমাবেশ
শাহজাহান কবির লেলিন: নীলফামারী জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক দায়ের করা মামলা ও প্রাননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটির ব্যানার নিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রদান সমন্বয়ক আহসান হাবিব রক্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আব্দুল হাকিম শাওন, তানজিম ইসলাম সাবাব, পারভেজ হোসেন সাব্বির, আব্দুল্লাহ আল নাহিদ,মোহাইমেনুল ইসলাম সানা প্রমুখ।
বক্তারা বলেন, মামলা বাণিজ্যকারী, চাঁদাবাজ, আওয়ামী লীগের সেল্টারদাতা,বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির সদস্যকে প্রাণনাশের হুমকি প্রদান ও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে শিষ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, বর্তমান বিএনপি'র সাধারণ সম্পাদক মইনুল হকের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আমরা মিলিত হয়েছি। তিনি ৫ইআগস্টের পর থেকে জলঢাকাকে অশান্ত করে তুলেছেন। তার এই অপকর্ম জলঢাকা বাসি ভালো করে জানেন। তার অপকর্মে নিজের দলের অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী তার সঙ্গে নেই। বিএনপি আমাদের শত্রু নয়। কিন্তু বিএনপি'র এই নেতার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়েছে।বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই নেতাকে পদ -পদবী হতে অব্যহতি দিয়ে এবং ছাত্রনেতাদের নামে মামলা প্রতাহারের দাবি জানান -এ সমাবেশে। অন্যথায় পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে বলে বক্তরা হুশয়ারী
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.