নীলফামারীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টুপামারীর রামগঞ্জ হাটে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
প্রধান অতিথির তিনি বলেন, 'দারিদ্র্যপীড়িত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। ভবিষ্যতেও ধরনের কার্যক্রম পরিচালনায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জু, স্থানীয় সমাজসেবক মাহমুদ আলী শাহ ফকির।
টুপামারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন টুপামারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব খান। আমন্ত্রিত অতিথি ছিলেন টুপামারী জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মাসুম ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ রফিকুল ইসলাম ও পরিচালক ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
#
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.