নীলফামারী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন আজ (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জেলা বিএনপির সহ সাংগঠনিক রেদওয়ানুল হক বাবু,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল, সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, ডা. রুবায়েদ শাহরিয়ার এবং যুবদল নেতা আল নোমান পারভেজ (কল্লোল) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড্যাবের আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি দ্রুত নীলফামারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন আশ্বাস দেন যে, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরুর চেষ্টা করবেন। এ কাজে তিনি ড্যাবের সহযোগিতা কামনা করেন।