কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কৃষকদলের উদ্যোগে উপজেলার গোমনাতি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল।
বিশেষ অতিথি ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সভাপতি রইছুল আলম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, ডোমার উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এস.এম গোলাপ হোসেন, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনার রশিদ মামুন, সাধারণ তৌহিদুর রহমান বুলবুল। এতে গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রইছুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন,'কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকরা দিনরাত পরিশ্রম করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, আজ কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নানা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।'
তিনি আরও বলেন,'আমরা চাই কৃষকদের কৃষিপণ্য ক্রয়ে ন্যায্যমূল্য নিশ্চিত হোক ও সেচ-সারসহ কৃষির সব উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী করা হোক। বিএনপি ক্ষমতায় আসলে দেশ নায়ক তারেক রহমান কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ,শস্য বীমা চালু, প্রতিটি ইউনিয়নে কোলেস্টোরের ব্যবস্থা ও কৃষি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।'
এসময় ডিমলা উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রদান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল,সাধারণ সম্পাদক মোর্শেদ আজম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.