প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:১২ পি.এম
নীলফামারীতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) পৌর মাঠের মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ হারিসুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শেফাউল জাহাঙ্গীর শেপু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,'খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। আমি আশা করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
এসময় এসিপিবি এর সভাপতি আসলাম হায়াত মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন শাহ মিলন, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ,নীলফামারী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.