নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে নীলফামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিল উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় তিনি বলেন, আমরা যদি সচেতন হই এবং যত্রতত্র ময়লা ফেলার বদলে সঠিক জায়গায় ফেলি, তাহলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর নীলফামারী গড়ে তোলা সম্ভব। পৌরসভার আশায় থাকবো তারা পরিষ্কার করবে। তারা তাদের কাজ তো করবেই নাগরিক হিসেবে আমাদের নিজেদের দায়িত্বও পালন করতে হবে। একসঙ্গে কাজ করলে সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ ‘জিরো ওয়েস্ট ব্রিগেড ‘ এর নীলফামারীর সদস্যরা অংশগ্রহণ করেন।