মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারী ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারী বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথি আব্দুস ছাত্তার তার বক্তব্য বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাবো শ্রমিকদেরকেও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারের রাষ্ট্র কায়েম করতে। তিনি আরো বলেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয় শক্রতা নয় আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য জাকারিয়া ইসলাম সবুজ এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি, মাওলানা রবিউল আলম, সোহেল রানা, মাওলানা খলিলুর রহমান এবং কেতকীবাড়ী ইউনিয়ন জামাতি ইসলামী আমির রইসুল ইসলাম প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.