নীলফামারীর চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক নাজমুল শেখ।
প্রধান অতিথি বক্তব্যে আলমগীর সরকার বলেন, ‘খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মনকেও সতেজ ও প্রফুল্ল করে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করবে।’
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নুর ইসলাম বাবু, সহ-সভাপতি মোজাফফর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল হোসেন মেম্বার, বিদ্যালয়ের অফিস সহকারী মোসলেম উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।