বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) সকালে জেলা ইপিআই চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, লেপ্রসি মিশনের প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ ও ডিবিএলমএম হাসপাতালের ইনচার্জ পবন রোজারিও। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার। কর্মসুচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও, নার্সিং এন্ড মিডওয়ারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.