• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ জলঢাকার ধর্মপালে স্থানীয়দের অসচেতনতায় রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের ভোগান্তি চরমে  সারাদেশে একসাথে জুমার নামাজ আদায়ের আহ্বান

জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে জেলা চ্যাম্পিয়ন ডোমার সদর ইউনিয়ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ জাতীয় অনূর্ধ্ব-১৭ ( বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং এর জেলা পর্যায়ের ফাইনালে জয়লাভ করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ডোমার সদর ইউনিয়নের অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল একাদশ।

মঙ্গলবার ২৮শে জানুয়ারী বিকালে নীলফামারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ (বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত  ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন তারা হলেন ডোমার উপজেলা সদর ইউনিয়ন বনাম কিশোরগঞ্জ উপজেলা।

ডোমার উপজেলার পক্ষে মানতাসা তালুকদার সিথীর হ্যাট্রিক গোল এবং দীপালী রাণীর একটি গোলে কিশোরগঞ্জ উপজেলা বালিকা দলকে ৪-০ গোলে পরাজিত করে গোল্ডকাপ টূর্নামেন্টের জয় ছিনিয়ে নেন ডোমার উপজেলা বালিকা একাদশ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

ফাইনাল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডোমার সদর ইউনিয়ন একাদশের দীপালী রাণী, এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মানতাসা তালুকদার সিথী।

এছাড়াও টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ ৭টি গোল করায় সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন মানতাসা তালুকদার সিথী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময়, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় ছাত্র প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ডোমার উপজেলা সদর ইউনিয়নের অনূর্ধ্ব- ১৭ (বালিকা) দলকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

 

 


More News Of This Category