• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন |
Headline :
জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ জলঢাকার ধর্মপালে স্থানীয়দের অসচেতনতায় রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের ভোগান্তি চরমে  সারাদেশে একসাথে জুমার নামাজ আদায়ের আহ্বান

জলঢাকায় ঘন কুয়াশায় সড়কে ঝড়ল দুইটি প্রাণ – আহত চার’জন

আবেদ আলী / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশায় ডালিয়া সড়কে ট্রাক ও অটো চার্জার গাড়ী মুখোমুখি সংঘর্ষে অটো চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মন্থেরডাঙ্গা নামক স্থানের ডালিয়া সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তি হলেন, অটোচালক জলঢাকা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাজিরহাট গ্রামের হালিমুর রহমানের ছেলে রনি (৩৫) ও অটোযাত্রী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬৫)। আহতরা হলেন পূর্ববালাগ্রাম এলাকার মুন্সিপাড়ার মৃত নাজিম উল্লাহ শুকারুর ছেলে আসাদুল, পশ্চিম বালাগ্রামের আব্দুল গফ্ফার, পূর্ব বালাগ্রামের হাফিজারের ছেলে কাওসার, জমসের আলীর ছেলে রহমতুল্লাহ ও রনি।

স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, গোলমুন্ডা থেকে থেকে একটি অটো এবং জলঢাকা থেকে ডালিয়াগামী (ঢাকা মেট্রো ট-২৪-৪৩-২৭) ট্রাকের সাথে এ সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায়
নিহত এবং আহতদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরবর্তীতে গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য রনিকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাক ড্রাইভার কারিমুল (২২) কে আটক করা হয়েছে। ট্রাক এবং ব্যাটারি চালিত অটোরিক্সাটি থানা হেফাজতে রয়েছেে।


More News Of This Category