ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের নীলফামারীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার দুপুরে শহরের ডালপট্টি মোড় থেকে শুরু করে গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী বলেন, গেল ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ ছিলো না। আইনের শাসন ছিলো না।
বলেন, ফ্যাসিস্ট আমলের সকল অন্যায়ের এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে।
ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.