নীলফামারীতে দুই’শ জনের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)। রবিবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
বক্তারা বলেন,শীতার্তদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণির মানুষ যদি একসঙ্গে এগিয়ে আসে, তাহলে কোনো অসহায় মানুষ শীতে কষ্ট পাবে না।
এসময় জেলা জাসাসের আহবায়ক আসলাম হায়াত মিল্টন ও সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, জাসাস সদর উপজেলার সভাপতি আওরঙ্গজেব সুজন ও জেলা জাসাসের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার ববি সহ আরও উপস্থিত ছিলেন।