তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা তীরবর্তী অঞ্চলে দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু , জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ। ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানার সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক রব্বানী প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জহুরুল আলম বলেন, “তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের ন্যায়সংগত অধিকার। জনগণের দাবি আদায়ে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা তিস্তা তীরবর্তী মানুষের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির লাগাতার কর্মসূচিকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’