মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (৩রা ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে স্টেশন সংলগ্ন এশিয়ান হাইওয়ের বাইপাস রেলগেট এলাকায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি এলাকার অলিয়ার রহমানের পুত্র মুন আহমেদ (২৭), খয়রুল ইসলামের পুত্র স্বপন ইসলাম (২৫) এবং হামিদুর রহমানের পুত্র ফরহাদ হোসেন (৩০)
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারী পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.