• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন |
Headline :
জলঢাকায় ১৯ মাস ধরে প্রতিষ্টানে না গিয়ে বেতন তুলছেন আয়া হাবীবা নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ডোমারে গ্রেফতার তিন জলঢাকায় সুই নদীর সীমানা নির্ধারণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জলঢাকায় সুই নদীর সীমানা নির্ধারণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তিস্তা তীরবর্তী অঞ্চলে দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচি সফল করার লক্ষ্যে ডিমলা উপজেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভা নীলফামারীতে জাসাসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নীলফামারীতে পুনাকের শিল্প ও বাণিজ্য মেলা শুরু নীলফামারীতে নলকূপ বিতরণ  মাদকের ভয়াল ছোবল যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই – ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন  জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচনে ডোমারে সভাপতি আবেদিন সম্পাদক মোমিনুর নির্বাচিত

জলঢাকায় ১৯ মাস ধরে প্রতিষ্টানে না গিয়ে বেতন তুলছেন আয়া হাবীবা

রাশেদুজ্জামান সুমন / ৩৭ Time View
Update : বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

নীলফামারী জলঢাকায় অদৃশ্য শক্তির জোরে চাকুরীর শুরু থেকে এখন পযর্ন্ত স্কুলে না গিয়ে সরকারি বেতন তুলে আয়েশি সংসারজীবন কাটাচ্ছেন হাবীবা বেগম নামের এক চতুর্থ শ্রেণির কর্মচারী। অন্যদিকে তার বিরুদ্ধে কোনো ব‍্যাবস্হা না নিয়ে অসুস্থতা বলে চালিয়ে দিচ্ছেন প্রধান শিক্ষক। এতে করে প্রতিষ্টানে কর্মরত শিক্ষক, কর্মচারী ও এলাকায় বাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে। বুধবার সরেজমিনে গিয়ে জানা যায় গত ২০২৩ সালে ১২ই জুন আয়া পদে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে যোগদান করেন হাবীবা বেগম। সেই থেকে বুধবার পযর্ন্ত তিনি একবারই চাকুরীর মিষ্টি খাওয়ার জন্য ওই প্রতিষ্টানে যান। বাকী সময় তিনি বাড়িতে সংসারের কাজ করে যাচ্ছেন। কোনো জবাবদিহি ছাড়াই। এহেন কর্মকাণ্ডকের জন্য প্রধান শিক্ষক বা ম‍্যানেজিং কমিটি থেকে কোনো নোটিশও তার কাছে আসেনি। হাবীবার বাড়িতে সাংবাদিকরা গেলে লক্ষ্য করেন যে তিনি আর সব সুস্থ মানুষের মতই জীবন যাপন করছেন। সাংবাদিকদের উপস্থিতিতে ওঠানে ঝাড়ু দিচ্ছেন, অন্য সব কাজ করছেন। বিদ‍্যালয়ের অনুপস্থিতিতের বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন অপারেশনের কথা বলে, বলেন যে আমি মাঝে মধ্যে যাই। ওখানে অনেক মহিলা  আছে আমার তো স্কুলে কোনো কাজ নেই। আপনারা যেহুতু বলছেন আমি কাল থেকে আবার স্কুলে যাবো। হাবীবা স্কুলে না আসায় শিক্ষক, কর্মচারিদের বিভিন্ন সমস্যার সমূক্ষীন হতে হয়। নাম  প্রকাশ না করার শর্তে একজন সহকারী শিক্ষক জানান হাবীবা না থাকায় বাইরে থেকে কোন গেষ্ট আসলে সন্মান করতে পারিনা। অথচ তিনি বাড়িতে বসেই প্রধান শিক্ষককে ম‍্যানেজ করে  বেতন নিচ্ছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান হাবীবা অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারে না তাই আসে না। বিষয়টি সবাই জানে। তার ছুটির জন্য কোনো আবেদন বা ডাক্তারের কাগজপত্র নেই। উপজেলা নির্বাহী অফিসার ও বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব‍্যাবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category