বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা শাখার উদ্যোগে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সালাফি, সাবেক নীলফামারী জেলা সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুল ও জাহিনুর রহমান।