আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: ৯০-এর গণআন্দোলনের অগ্রপথিক, স্বৈরাচার ও ফাসিস্টবিরোধী সংগ্রামের সক্রিয় নেতা মোঃ শাহজাহান কবির লেলিনকে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন এবং গণমানুষের আস্থাভাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মোঃ শাহজাহান কবির লেলিন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক ভিপি এবং রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক এজিএস। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি। বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সভাপতি এবং নীলফামারী জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ৯০-এর গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং স্বৈরাচার ও ফাসিস্টবিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। এর ফলে তিনি হাসিনা সরকারের রাষ্ট্রদ্রোহী মিথ্যা মামলার শিকার হন এবং বারবার কারাভোগ করেন। তার সংগ্রামী জীবন ও নেতৃত্বগুণ তাকে জলঢাকা উপজেলার রাজনৈতিক অঙ্গনে গণমানুষের বিশ্বস্ত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মনে করেন, শাহজাহান কবির লেলিনের নেতৃত্বে জলঢাকা উপজেলা বিএনপি আরও গতিশীল ও সংগঠিত হবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রামী চেতনা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে এই দায়িত্ব পালনে সক্ষম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান কবির লেলিনের নাম প্রস্তাব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। তার নেতৃত্বে উপজেলা বিএনপি নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা করছেন তৃণমূলের দলীয় নেতাকর্মীরা।