আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাব অফিস কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শরিফুল ইসলাম একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এবং স্থানীয় সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্মরণ সভায় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমির ও প্রেসক্লাবের সভাপতি মোঃ কামারুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেন। এ সময় তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরিফুল ইসলামের অবদান এবং সাংবাদিকতায় তার নিষ্ঠা সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণ সভায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই দুঃসময়ে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.