আবেদ আলী:“মানবতার বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ফ্রেন্ডস এসোসিয়েশন (পিফা)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান সহ ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ৯০ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মাসুদ। এসময় পিফা’র অন্যান্য সদস্যদের মধ্যে প্রভাষক জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির লেলিন, রফিকুল ইসলাম, সোনার, মাসুদ, হরুণ, মানিক ও মালেক উপস্থিত ছিলেন।