প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১২:১০ এ.এম
নীলফামারীতে দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে ১৫লাখ টাকার অর্থ সহায়তা প্রদান
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে ১৫ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে অর্থের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থরা হলেন মামুন আলী, জাহানুর ইসলাম ও রাবেয়া বেগম।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, প্রত্যেককে ৫লাখ করে ১৫লাখ টাকার চেক প্রদান করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই সহায়তা প্রদান করে থাকে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.