আবেদ আলী: নীলফামারীর জলঢাকা উপজেলার ৪নং গোলনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জাহিদ আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় তিনি বর্তমান দেশের পরিস্থিতির কারণে নিজেকে গাঢাকা দিয়ে রেখেছেন। ফলে তিনি দীর্ঘদিন
ধরে তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় জারীকৃত পরিপত্র ও হাইকোটের রীট পিটিশন নং ৫১৫ অফ ২৫ এর নির্দেশনা মোতাবেক পরিষদের জনসেবা অব্যাহত রাখার জন্য ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানকে ১নং প্যানেল চেয়ারম্যান করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ফুল দিযে বরণ করে নেন ইউনিয়টির প্রশাসনিক কর্মকর্তা গুলজার রহমান সুজন ও অন্যান্য ইউপি সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ।
এসময় প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আমি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২৩ জানুয়ারি
হাইকোটে আবেদন করি। ফলে গত ৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মহাদয়ের স্বাক্ষরিত পত্রে আমাকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান,
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গুলজার রহমান সুজন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বীরেশ দেব নাথ, ইউপি সদস্য সারাফাত আলী সরু, জাহানুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সামছুন্নাহার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বুলেট, কৃষক দলের সভাপতি বাবুল হোসেন, ছাত্রদলের সভাপতি গাওছুল আলম লিখন ও সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক প্রতিনিধি এবং ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।