আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত উপজেলা অফিস কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলা এবং দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এবং দৈনিক খবরপত্র পত্রিকার রিয়াদ ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক যায়যায় কালের ভবদিশ রায়, কার্যকরী সদস্য ও দৈনিক গণতদন্তের মনিরুজ্জামান শান্ত, সদস্য ও দৈনিক গোয়েন্দার চোখের হাবিবুর রহমান বুলেটসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার যুবদলের সভাপতি লাভলুর রহমান। তিনি তার বক্তব্যে সাংবাদিকতা পেশার গুরুত্ব ও জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মহুরম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও, সাংবাদিকতা পেশার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ বলেন, “সংস্থার ৪৪ বছরের পথচলা গর্বের। আমরা সাংবাদিকতা পেশার মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।”
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় এবং দেশের সাংবাদিকতা পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলঢাকায় এই অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ৪৪ বছরের গৌরবময় ইতিহাস স্মরণ করা হয় এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়।