নীলফামারীর ডিমলায় ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ আন্দোলনের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার লক্ষ্যে এই প্রচার কার্যক্রম করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিস্তা তীরবর্তী ডালিয়া নতুন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রেজাউদদৌলা প্রমুখ।
আয়োজকরা জানান, তিস্তা নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিনের কর্মসূচি সফল করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বক্তারা সকলকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।