মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ “শিক্ষাবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার পৌরসভায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী সুদীপ চন্দ্র শর্মা ও শ্রী স্বপন রামকৃষ্ণ রায় প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ের উপর পৌরসভার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।