তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছে নীলফামারী জেলা বিএনপির নেতৃবৃন্দরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডালিয়া পয়েন্টে কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন তারা।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহ সভাপতি রাহেদুল ইসলাম দোলন,মুক্তার হোসেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু ,সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেপু,ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু,সাধারণ সম্পাদক সুমন ইসলাম,জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী,পৌর বিএনপির সহ-সভাপতি আবু সালেহ্ সোহেল রানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র আহ্বানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি একযোগে রংপুর বিভাগে তিস্তা অববাহিকার ১১ টি পয়েন্টে অনুষ্ঠিত হবে। নীলফামারী অংশে তিস্তা ব্যারেজের পশ্চিম পার্শ্বে অবস্থান করা হবে।'
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.