আল ইকরাম বিপ্লব স্টাব রিপোর্টার: নীলফামারীর জলঢাকা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে ট্রেড লাইসেন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ট্রেড লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া, নিয়মনীতি ও সুবিধাসমূহ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের যে কোনো সমস্যা সমাধানে পৌরসভার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স সংক্রান্ত নানা বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন এবং পৌরসভার বিভিন্ন সেবার মানোন্নয়নের আহ্বান জানান। এই মতবিনিময় সভার মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করতে চায়, যাতে সবাই যথাযথভাবে ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করতে পারেন।