আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলার মধ্যে জানুয়ারি-২০২৫ মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে জলঢাকা থানা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং সার্বিক কর্মকাণ্ডের ভিত্তিতে জলঢাকা থানাকে শ্রেষ্ঠ থানার মর্যাদা দেওয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, নীলফামারী পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই মোঃ মতিয়ার রহমান।
পুরস্কার গ্রহণের পর ওসি সাজ্জাদ হোসেন বলেন, “এ অর্জন পুরো জলঢাকা থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নীলফামারী জেলা পুলিশ সুপার শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় যারা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত করতে এ ধরনের স্বীকৃতি প্রদান করা হচ্ছে।”