আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, জলঢাকা, নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এমন প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।” এছাড়া, উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এ ধরনের আয়োজনের প্রশংসা করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়।
এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।