• শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন |
Headline :
নীলফামারীতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে মানুষের ঢল মহান শহিদ দিবসে জলঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জলঢাকায় ব্র্যাকের উদ্যোগে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা জলঢাকায় শিক্ষক অনুপস্থিত থাকা সেই বিদ্যালয় পরিদর্শন করেলেন মাধ্যমিক শিক্ষা অফিসার   জনগনের দল বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোন সুফল বয়ে আনবে না – সৈয়দপুরে বিএনপির যুগ্ন মহাসচিব  এমরান সালেহ জলঢাকায় ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন  জলঢাকায় স্ত্রীকে পিটিয়ে স্বামী’র আত্মহত্যা জলঢাকায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ জলঢাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি নিলেন জলঢাকার ওসি সাজ্জাদ হোসেন

জলঢাকায় স্ত্রীকে পিটিয়ে স্বামী’র আত্মহত্যা

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ৩২ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

নীলফামারী জলঢাকায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি ঝুলিয়ে তপন চন্দ্র রায় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। গত ১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়ি ঘোনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী গোলাপী রানী (২৯) জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাসে কাপড় শুকাতে গিয়ে দেখতে পাই পার্সবর্তী বাসিন্দা নির্মল চন্দ্র রায়ের বাঁশ ঝাড়ের ইউক্লিপটাস গাছের সঙ্গে গলায় রশি প্যাচিয়ে আত্মহত্যার একটি ঝুলন্ত লাশ দুলছে।

তৎক্ষনাৎ আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

এ সময় মৃতের পিতা গোকুল চন্দ্র রায় (৫০) জানান, আমার ছেলে তপন চন্দ্র রায় একজন মানুষিক রোগী। গত তিন মাস পূর্বে তাকে বিয়ে দিয়ে ছিলাম। গত ১৫ই ফেব্রুয়ারী সকালে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তার স্ত্রী রংপুরে চিকিৎসাধীন রয়েছে আমি সহ পরিবারের লোকজন সেখানে দেখতে যাই। এই ফাঁকে সকলের অজান্তে মানুষিক ভারসাম্য রোগী তপন চন্দ্র রায় গাছে উঠে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।

মৃতের মা স্বপ্না রানী (৪৫) জানান, স্ত্রীকে আহত করে রংপুর হাসপাতালে পাঠার পর তপন চন্দ্র রায় নিজ শয়ন ঘরেই আত্মহত্যার চেষ্টা করেছিল। সে সময় টের পাওয়ায় প্রাণে বাচঁলেও আমাদের অজান্তেই বাহিরে গিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ যুগের আলোকে জানান, মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা যার নং ০৫ অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category