আবেদ আলী: নীলফামারী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জলঢাকায় ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সড়কের মাথাভাঙ্গা এলাকা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে এ ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মিঠুন কুমার দাস আদিত।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রুবেল আমীন।
নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোজাম।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মমতাজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সদস্য সচিব মুনতাসির বিল্লাহ শিমুল, উপজেলা যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ এবং সোহেল রানা দেওয়ানি এ পৌর সদস্য সচিব মিনহাজুর ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা এবং পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।