জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় সংসদে আগে স্থানীয় নির্বাচন দেশের জনগন মেনে নিবে না। আর যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগনের দল বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোন সুফল বয়ে আনবে না। মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। সভার আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন , বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি ছয় মাসেও কোন কথা বলেনি। আমরা পর্যবেক্ষণ করেছি তাদের সকল কর্মকান্ড। এখন দেখছি তারা জনগনকে পাশ কাটিয়ে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলেও তারা ব্যর্থ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি হলেও তারা কিছুই করতে পারছেনা। এনিয়ে জনগন ক্ষুব্ধ হলেও সরকার জনগনের ভাষা বুঝছে না। এজন্য আমরা জনগনকে সাথে নিয়ে আমরা জনসমাবেশের মাধ্যমে সরকারকে বার্তা দিচ্ছি।
সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে জনগনের মুক্তির সনদ। সেখানে দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা স্পষ্ট আকারে বলা হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক, বজলার রহমান, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, ও হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন প্রমূখ।
সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সমর্থকরা অংশ নেন।