মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় শিক্ষক অনুপস্থিত থাকায় পাঠদান ব্যহত ও বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা টিসি নিয়ে অন্যত্র ভর্তি হওয়াসহ নানান অভিযোগে অভিযুক্ত সেই আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান সরজমিন পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী দুপুরে এক সফরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবুনচুর মরা তিস্তা উচ্চ বিদ্যালয়ে যান তিনি। এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবকবৃন্দ স্কুলটির সার্বিক অনিয়ম, দূর্নীতি ও শিক্ষকদের অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
অভিভাবক মহলের অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার। এ সময় ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ১৩ জন শিক্ষার্থীর উপস্থিতি পায় মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার। পরে অফিস কক্ষে অভিভাবক মহল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুল হোসেনসহ সকল শিক্ষকদের সমন্বয়ে একটি মিটিং হয়। উক্ত জরুরি আলোচনায় আগামী দিনে পূর্বের ন্যায় সঠিক সময়ে শিক্ষকগন উপস্থিত, সুষ্ঠু পাঠদানসহ কর্মপরিকল্পনা সুন্দর ভাবে বাস্তবায়িত হবে মর্মে আশ্বস্ত হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুল হোসেন জানান, শিক্ষার্থী উপস্থিতি কম অভিভাবকদের জন্য। তারা পরিকল্পিত ভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধাঁ প্রদান করছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার জানান, পরিদর্শন কালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ১৩ জন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছি মর্মে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট লিখিত নিয়েছি। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।