মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ অমর একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২৫ইং উৎযাপিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ এবং পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
এরপর একে একে ডোমার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে এসময় সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল) নিয়াজ মেহেদী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনসহ বিভিন্ন দপ্তরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা-শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরিশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।