নীলফামারী শহরবাসীর বহুদিনের প্রত্যাশা শিশুদের চিত্তবিনোদনের জন্য অবশেষে উন্মুক্ত হলো নীলাম্বরী শিশুপার্ক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তা উদ্বোধনের মাধ্যমে শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। শহরের শহীদ মিনার প্রাঙ্গণের পাশে নীলাম্বরী নামাঙ্কিত শিশুপার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর প্রমুখ।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘এখানে দায়িত্ব নেওয়ার পর অনেকে শিশুপার্ক স্থাপনের দাবি জানান। এতে জেলা প্রশাসক স্যার, সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে শিশুপার্ক স্থাপনে অবদান রেখেছেন। নীলফামারীর নামানুসারে নীলাম্বরী নাম করণ করা শিশুপার্কের। এর মাধ্যমে শিশুদের চিত্তবিনোদনের অভাব পূরণ হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘শিশুদের বিনোদনের অনেক অভাব রয়েছে। বিগত দিনে শিশুদের জন্য কিছু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের কথা বিবেচনা করে শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়। শিশুদের জন্য পার্কটি উন্মুক্ত করে দিতে পেরে আমরাও আনন্দিত।’
পার্কটিতে প্রবেশ মূল্য ৩০টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।