বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার বলেছেন,“রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। একারণে গতকাল নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে নির্বাচন দেয়ার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,“স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, বিষয়টি না বুঝেই বলছে। দেশকে সঠিক পথে নিতে হলে এধরণের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।”
মাসুদ তালুকদার বলেন“ বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপি'র প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনে সহযোগীতা করবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোন সমস্যা মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
এসময় বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মাসুদ তালুকদারের সফর সঙ্গী ঢাকা হাইকোর্টের আইনজীবী হারুন অর রশিদ, আবুল কালাম খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা করেন।
#
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.