বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে পরে জাতীয় নির্বাচন।
বলেন, দলীয় সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচন হলে সরকার দলীয় নেতাদের আত্মীয় স্বজনরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এমনকি জেলা পরিষদে গিয়ে বসে।
আমরা বলতে চাই, কোন দলের প্রার্থী নির্বাচিত হলো, কে নির্বাচিত হলো এটা আমাদের দেখার বিষয় নয়। বিষয় হলো যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।
বুধবার বিকেলে ডোমার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুনতে পাই চাঁদাবাজি চলছে এখোনো, শুধু হাত বদলেছে আর রেটও বেড়েছে। কারা করছে সুযোগ সন্ধানীরা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় যদি কোন নির্বাচন হয় তাহলে নির্বাচনকে খতম করে ফেলা হবে। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যা বয়ে যাবে।
বেলা তিনটায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যে ডোমার ও ডিমলা উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।