আল ইকরাম বিপ্লব, স্টাফ রির্পোটার : পবিত্র রমজান মাসকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, “রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে। সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
আয়োজকদের মধ্যে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, রমজান মাসে ন্যায়বিচার ও জনসাধারণের কল্যাণ নিশ্চিত করতে সরকারের যথাযথ ভূমিকা রাখা প্রয়োজন।