আবেদ আলী: “সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্ট) অর্ধশত মানুষের যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জলঢাকার পেট্রোল পাম্প সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এবি পার্টি কেন্দ্রীয় নেতা রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। তিনি দলের নীতি আদর্শের কথা তুলে ধরে বলেন, আমরা কোনো দলের সমালোচনা করবো না।
আমরা জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি, মানুষের রাস্তা অর্জন করাই আমাদের কাজ।
বিশেষ অতিথি নীলফামারী জেলা আহবায়ক লিয়াকত আলী। এতে সভাপতিত্ব করেন, জলঢাকা উপজেলা কমিটির আহবায়ক ডাঃ আব্দুল গফুর।
বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুর রউফ ও অন্যান্যদের মধ্যে মোজাম্মেল হক, আব্দুল খালেক, বিজলী আক্তার ও আমিনুল ইসলাম প্রমুখ। পরে ফুল দিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা।