বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের নীলফামারী জেলা শাখার কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) শহরের ফুডল্যান্ড কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য একেএম মনিরু হক মুনির। সমাবেশে জেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভানেত্রী মোছা. নুরজাহান পারভিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও বিশেষ বক্তা ছিলেন সাধারন সম্পাদক জামিয়ার রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সদস্য মো. বরকত আলী, জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মানিক রতন, সাধারণ সম্পাদক মো. তারিফ হোসেন, শ্রমিকদলের ডোমার উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, ডিমলা উপজেলার সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক সাবু মিয়া, জলঢাকার সদস্য সচিব ইউনুস আলী বক্তৃতা দেন।
এসময় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারীরা দেশের গ্রামীণ উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন কাঠামো, পদোন্নতি, নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৈষম্য দূরীকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি দীর্ঘদিনের। কিন্তু এসব দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তারা।
এসময় ছয় উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারীদের মতামতের ভিত্তিতে সভানেত্রী মোছা. নুরজাহান পারভিনকে জেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.