নীলফামারীতে শ্রমজীবী মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) শহরের চৌরঙ্গী মোড়ে শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা প্রাশাসক (সাবিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক সাইয়েদুজ্জামান বাবু, সাইয়েদ গোলাম আজম, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, "পবিত্র রমজান মাস হলো সহমর্মিতা ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ একসঙ্গে ইফতার করতে পারে, কেউ যেন অভুক্ত না থাকে। এ ধরনের কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে, যাতে শ্রমজীবী মানুষেরা কিছুটা স্বস্তি পায়।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এই কার্যক্রম চলবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.