আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিতরণের সময় চাল কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কৈমারী বাজারে ডিলার আতোয়ার হোসেনের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী হতদরিদ্রদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে দেওয়ার কথা। কিন্তু ডিলার আতোয়ার হোসেন কার্ডপ্রতি এক কেজি চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং খাদ্য নিরাপত্তা সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যদি কোনো ডিলার পুনরায় এমন অনিয়মে জড়িত হন, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ৫০ হাজার টাকা জরিমানা।”
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাদ্য বিতরণ ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.