• শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জলঢাকায় সুপার ভাইজারকে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় রংপুর মহাসড়ক অবরোধ নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের ওমরাহ হজ্ব যাত্রা: সকলের নিকট দোয়া কামনা জলঢাকা মাটি খনন কালে পুরাতন বিষ্ণু মূর্তির সন্ধান নীলফামারীতে স্বল্পমূল্যে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু ডোমারে ইট ভাটা প্রস্তুতকারী মালিক সমিতির ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান নীলফামারীতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় চাল কম দেওয়ার অপরাধে ডিলারকে জরিমানা সাত দফা দাবী আদায়ে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জলঢাকায় সুপার ভাইজারকে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় রংপুর মহাসড়ক অবরোধ

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ২৩ Time View
Update : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: নীলফামারী’র জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলন্তগাড়িতে উঠে সুপার ভাইজারকে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে ২২০ এর মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

প্রায় দেড় ঘন্টা রংপুর মহাসড়ক অবরোধ করায় রাস্তার দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রীবাহি গাড়িসহ জনসাধারণ। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় শ্রমিক সংগঠনটি।

আজ ৬ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় প্রত্যক্ষদর্শী জোসনা পাবনা-জ ১১০০৯১/- মিনিবাসের ড্রাইভার আক্কাস আলী জানান, সকাল সাড়ে ৯টায় যাত্রীবাহি গাড়িটি নিয়ে রংপুরের উদ্দ্যেশে যাওয়ার পথে বড়ঘাট বাজার পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে উৎ পেতে থাকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাজীরহাট দোলাপাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র আকাশ আহমেদ (৩৮) হাতে গাছের গোলাইয়ের লাঠি নিয়ে প্রায় ২০ জনের মত উঠতি বয়সের যুবকদের নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা করে বাসটি থামিয়ে সুপার ভাইজারের নাম করে চিল্লাতে চিল্লাতে গাড়িতে উঠে এবং কোন কিছু বুঝে উঠার আগেই সুপার ভাইজার সফিকুল ইসলাম (৪০) কে মারতে মারতে গাড়ি থেকে নামিয়ে আনেন।

গাড়ি থেকে নামিয়ে পুনরায় ১০/১২ জন এলোপাতাড়ি মারে এবং কিল ঘুষি লাথি মারতে থাকে। হেলপার মুকুল মিয়া জানান, সুপার ভাইজার সফিকুলকে হাসপাতালে ভর্তি করতে পাঠিয়ে আমরা যাত্রী নিয়ে চলে যাই। পরে এ খবর মটর শ্রমিকের লোকজন জানতে পেরে রংপুর ও জলঢাকার সমন্বয়ে প্রায় ১৫/২০ গাড়ি পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে রংপুর মহাসড়ক ও বাসস্ট্যান্ড চত্বর অবরোধ করে।

এতে পৌর শহরসহ রংপুর ডোমার ডিমলা রোডে তীব্র যানজটের সৃৃষ্টি হয়। আহত সফিকুল ইসলাম জানান, প্রায় তিন চারদিন আগে বড়ঘাট কোল্ড এস্টোরের কাছে যানজট সৃষ্টি হলে হামলাকারী ওই আকাশকে আমি তার আলুবাহি একটি ট্রাক সরিয়ে নিতে বলি। এতে তার সম্মান ক্ষুন্ন হয়েছে মর্মে আজ প্রকাশ্য দিবালোকে চলন্তগাড়ি থেকে নামিয়ে আমাকে এলোপাতাড়ি হামলা করলো।

এ বিষয়ে থানার এসআই হাসান আহমেদ জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনার আশ্বস্ত করলে অবরোধকারী শ্রমিক সংগঠন রাস্তা অবরোধ কর্মসূচী তুলে নেয়। আজ রাতে উভয়পক্ষকে নিয়ে বসা হবে এবং এ ঘটনা সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রমতে চলতি আলু মৌসুমে বড়ঘাট বাজারে অবস্থিত এসআলী কোল্ড স্টোরে কৃষকদয় আলু সংরক্ষণের জন্য আসলে রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত রাস্তায় যানজট থাকে। এ সকল যানজট নিরশন কল্পে থানা পুলিশ পর্যন্ত আসে কোল্ট স্টোর সংলগ্ন রংপুর মহাসড়কে। এরই ফলশ্রুতিতে দুই গাড়ি চালকের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় এ সংঘর্ষ ও রাস্তা অবরোধ করার মত ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category