মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সৈয়দপুর উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ অভিযানে অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ থাকলেও জিয়ার বাজার এলাকায় মেসার্স এম বি সি ব্রিকস নামক ইটভাটাটি আদালতের নির্দেশনা অমান্য করে চালু রাখা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন-এর সমন্বয়ে অভিযানে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করা হয়। নির্দেশ অমান্যের দায়ে ইটভাটাটির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়।
অভিযানে নীলফামারী জেলা পুলিশ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.