নীলফামারীতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার সহ আরও অনেকে বক্তৃতা দেন।
এসময় বক্তারা বলেন, গণহত্যা, স্বাধীনতা এবং জাতীয় দিবসের গুরুত্ব সবার মাঝে তুলে ধরার জন্য সুষ্টু পরিবেশে দিবস উদযাপন অত্যন্ত জরুরি। স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে দিবস উদযাপনের মাধ্যমে।