আবেদ আলী : অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদান সহ ৬ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হন অংশগ্রহণকারীরা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আকতার, আইটি অফিসার রবিউল ইসলাম, ও অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক শিরিন আকতার আশা প্রমুখ।
এসময় ইউএনও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি নারী নির্যাতন, বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। পরে সফল ৫ জন ক্ষুদ্র উদ্দোক্তার মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে মহিলা বিষয়ক কার্যালয়ের সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্য, বেসরকারি সংগঠন ও এনজিওর কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.