নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নাহিদ ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের হরিবল্লভ প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক সদর উপজেলার সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে চিপায় পড়ে যায় সে। এমতাবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার শরীর দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ।
#
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.