আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামীর আল-ফালাহ্ অফিস মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আমির মো. মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা মাহে রমজানের তাৎপর্য, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব এবং ঐক্য ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন, রাজনৈতিক নেতৃত্ব সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। অন্যদিকে, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, যারা জনগণের তথ্য অধিকার নিশ্চিত করেন এবং সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অগ্রগতিতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। একতা, নৈতিকতা ও ন্যায়বিচারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।
আলোচনা শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিরা ইফতার গ্রহণ করেন।